
আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের জামতলায় কেন্দ্রীয় ঈদগায়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিশাল সিরাতুন্নবী সা. সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টা থেকে সম্মেলনে আলেম-ওলামারা আসতে শুরু করলেও মূল অনুষ্ঠান শুরু হয় বাদ এশার পর। বিপুল সংখ্যক আলেম, ওলামা, মুসুল্লির উপস্থিতিতে এই সম্মেলন সমাপ্ত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, নবী (সা:) এর মোহাব্বত ও ভালোবাসা হলো প্রকৃতপক্ষে নবীর অনুসরণ-অনুকরণ। যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা অবশ্যই নবীজী মুহাম্মদ (সা:) কে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুকরণীয় আদর্শ হিসেবে মেনে নিতে হবে এবং তাঁর অনুসরণই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম।
বক্তারা আরও বলেন, নবীর অনুসরণ করতে গিয়ে সাহাবায়েকেরামকে অনেক কষ্ট করতে হয়েছে। এমনকি তাঁরা নিজের জীবনকেও বিলীন করে দিয়েছেন অকাতরে।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার কামরাঙ্গানীর চর জামিয়া নূরিয়া’র মহাপরিচালক আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী দা.বা.। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ দা.বা.ও ডি.আই.টি পীর সাহেব আল্লামা আব্দুল আউয়াল দা.বা.। সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক আলহাজ্ব তানভীর আহমাদ টিুট দেশের বাইরে অবস্থান করায় উপস্থিত হতে পারেননি।
আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি এহতেশামুল হক কাশেমী উজানী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা জুনায়েদ আল হাবীব দা.বা. (ঢাকা), মাওলানা হাসান জামিল দা.বা ও মাওলানা এহতেরামুল হক দা. বা (পীর সাহেব উজানী)। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, আমলাপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নুমুন্সী, দেওভোগ মাদরাসার মাওলানা আবু তাহের জিহাদী, বক্তাবর পরগনা ফরায়েজী আন্দোলনের সভাপতি ও ময়ালি প্রধান আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশাল এ সম্মেলনে প্রধান আকর্ষণ ছিলেন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। আরও উপস্থিত ছিলেন, মুফতি হারুনুর রশিদ, মুফতি আনিস আনসারি, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা মনোওয়ার হুসাইন। এছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদের ঈমাম, খতিব, মুফতিরা উপস্থিত ছিলেন।