
শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির ও ভক্তদের উদ্যোগে বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় ৬৪ প্রহর (৮ দিন) ব্যাপী রামযজ্ঞের অধিবাসের মধ্যদিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির নাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা ও সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।
জানাগেছে, ১৬ জানুয়ারি হতে ২৬ জানুয়ারি ৮দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিচালনায় নিতাইগঞ্জ শ্রী গোপাল জিউর সম্প্রদায়।
২৫ জানুয়ারি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন এবং ২৬ জানুয়ারি দ্বি-প্রহরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরতি অন্তে- মহাপ্রসাদ বিতরণ এবং ২৭ জানুয়ারি রামায়ন গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হবে।