নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৪, ১৭ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

ফতুল্লায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন ব্যবস্থার শৃঙ্খলা নিয়ে। একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমছে। নিয়ম ভাঙার ঘটনাগুলো আর গোপন থাকছে না, বরং প্রকাশ্যেই ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

শনিবার (১৭ জানুয়ারি) হরিহর পাড়া উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সেই চিত্রই দেখা গেছে। পঞ্চবটি এডভেঞ্চার ল্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মোহাম্মদ শাহ আলম ও মুফতি মনির হোসাইন কাসেমী। শিক্ষাপ্রতিষ্ঠানের এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই প্রার্থীই অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে ভোট চান। ছবি তোলা ও করমর্দনের আড়ালে রাজনৈতিক প্রচারণা চালানো হয়। এতে অনুষ্ঠানের পরিবেশ বিঘ্নিত হয় এবং অনেক অতিথি বিরক্ত হন।

একজন অভিভাবক বলেন, এখন অভিযোগ করলেও কোনো পরিবর্তন দেখা যায় না। নিয়ম ভাঙার দায়ে শাস্তি না হওয়ায় প্রার্থীরা আরও বেপরোয়া হচ্ছেন। একজন সাবেক শিক্ষার্থী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এমন আচরণ দুঃখজনক।

স্থানীয় রাজনীতি পর্যবেক্ষকদের মতে, এই ধরনের ঘটনা নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। তারা মনে করেন, আগাম উদ্যোগ ও তাৎক্ষণিক ব্যবস্থা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না।

এ বিষয়ে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, জেলার সব আসনে ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে রয়েছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লাবাসীর প্রশ্ন, প্রকাশ্য নিয়ম ভাঙার পরও যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আচরণ বিধির গুরুত্ব কোথায় থাকবে।

সম্পর্কিত বিষয়: