নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আহত ১

নারায়ণগঞ্জ টাইমস :

প্রকাশিত:১৬:২০, ১৭ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে  দুর্ধর্ষ ডাকাতি, নগদ ৭ লাখ  টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আহত ১

আড়াইহাজার উপজেলায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মিলিয়ে বিপুল পরিমাণ সম্পদ লুট হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তার ছেলে আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত  রাত সোয়া ১টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। হাজী সিরাজ মিয়া (৪৫) ফজুল হকের ছেলে এবং তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী।
ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় বাসার সবাই জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা একে একে বাসার সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি নিলাফুলা আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এর আগে পার্শ্ববর্তী আতাদী এলাকায় ডাকাতদল আক্রমণ করার চেষ্ঠা করলে  স্থানীয় জনগণ তা প্রতিহত করেন। এদিকে বুধবার রাতে পাচঁগাও এলাকায় ২ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতি হওয়ায় জনমণে ডাকাত আতংক বিরাজ করছে।
ওসি আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তিনি ডাকাতি বন্ধে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।