
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ লেনদেনসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে দুদকের দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ’র সহকারী পরিচালক তুষার আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদক জানায়, বিআরটিএ, নারায়ণগঞ্জ অফিসে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সাথে কথা বলার এক পর্যায়ে একজনকে দালাল সন্দেহে আটক করে বিআরটিএ, নারায়ণগঞ্জ’র অফিস প্রধানের কক্ষে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে তার নিকট কোন সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে সতর্ক করা হয়।
পরবর্তী সময়ে বিআরটিএ অফিসে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়। এসময় সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে পরামর্শ প্রদান করে দুদক টিম। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, দুদকের একটি টিম এসে এ অফিসের অভিযান করে একটি ফাইল নিয়ে যায়। এসময় তিনি অফিসে ছিলেন না বলেও জানান।