
নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ৩০০ আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা পুননির্ধারণ করে গেজেট প্রকাশ করে। যার মধ্যে নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ রয়েছে।
গেজেট অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ আসনে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ড। আগে কেবল সোনারগাঁ উপজেলা এ আসনে যুক্ত ছিল।
এদিকে, সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ড নারায়ণগঞ্জ-৩ আসনে চলে গেলেও নারায়ণগঞ্জ-৪ আসনের সঙ্গে যুক্ত হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। এ দু’টি ইউনিয়ন আগে নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত ছিল।
অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাকি ১৭টি ওয়ার্ড এবং বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকা বলে বিবেচিত হবে।
এর আগে বন্দরকে ভাগ করে দু’টি আসন নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের ঘোর বিরোধীতা করেছিলেন স্থানীয় রাজনীতিকরা। তারা নির্বাচন কমিশনে লিখিতও দিয়েছিলেন, অংশ নিয়েছিলেন ইসির ডাকা গণশুনানিতেও। আপত্তির মুখে নির্বাচন কমিশনও তাদের কারিগরি কমিটির সুপারিশ পুনর্বিবেচনা করে।
নুতন সীমানা অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন নারায়ণগঞ্জ-৫ আসনের এলাকা হিসেবে বিবেচিত হবে। ইসির কারিগরি কমিটির প্রস্তাবে উপজেলার পাঁচটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করার সুপারিশ করা হয়েছিল।
কিন্তু এমনটা করা হলে বন্দরবাসীর ভৌগলিক ও প্রশাসনিক জটিলতায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ফলে বিরোধীতা করেছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দারাও।