
নারায়ণগঞ্জ শহরের সাধারণ জনগণ, ব্যাবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে ও গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ রক্ষায় জেলা প্রশাসকের সাথে চেম্বার নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভ অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদুজ্জামান মহোদয়, ব্যাবসায়ীসহ সকল শ্রেনী পেশার মানুষের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বিকেএমইএ এর সাথে আর্থিক সহায়তা প্রদানে সম্মতি জ্ঞাপন করেছেন।
এসময় নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি জনাব মাসুদুজ্জামানসহ নারায়ণগঞ্জ চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, এমরানুল হক মুন্না, মজিবুর রহমান, বিকাশ চন্দ্র সাহা, আহ্মেদুর রহমান তনু, বিকেএমইএ এর সহ-সভাপতি-মোরশেদ সারোয়ার সোহেল (অর্থ), পরিচালক খন্দকার সাইফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে নারায়ণগঞ্জে অবস্থিত জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মহোদয় সাথে যানজট নিরসন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় এই সমস্যা সমাধানে অতিরিক্ত লোকবলের সহায়তার জন্য নারায়ণগঞ্জ চেম্বার নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন।