
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে কুমারী পুজায় রামকৃষ্ণ মিশন আশ্রমে অংশগ্রহনে করতে আসা দর্শনাথীদের মাঝে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিশুদ্ধ ৫ হাজার বোতলজাত পানি বিতরণ করেন প্রাইম ওয়াসিন প্রাল্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে এ পানি বিতরণ করা হয়।
এসময় জহির আহমেদ সোহেল বলেন, আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুল এই রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা কমিটির একজন মেম্বার ছিলেন। তিনি পূজা উপলক্ষে হিন্দু ভাই বোনদের তৃষ্ণা মিটানোর জন্য আমার বড় ভাই আমাকে দায়িত্ব দিয়েছেন কোন রকম জাতে বিশৃঙ্খলা না হয়। এই গরমে যাতে তৃষ্ণা মিটে এবং কেউ যাতে অসুস্থ না হয়ে পড়ে। এদিকে খেয়াল রাখার জন্য।