নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

শিল্পপতি বাবুলের উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিস

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১২, ১১ অক্টোবর ২০২৫

শিল্পপতি বাবুলের উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিস

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল নির্বাচনী প্রচার-প্রচারণার পাশাপাশি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তার উদ্যোগে নানা ধরনের সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও  এডিস মশা নিধনে ফগার মেশিন সরবরাহের পর এবার তার উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিস চলছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের মীরকুন্ডি বিবি জোড়া এলাকায় এই মেডিকেল সাভিস চলে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মেডিকেল সার্ভিসের কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

চিকিৎসা সেবা দানে দায়িত্ব পালন করছেন অল্টানেটিভ মেডিকেল কেয়ার সোসাইটির চেয়ারম্যান ডা: সঞ্জিত কুমার দাস। 

এদিকে প্রচার-প্রচারণা, শোডাউন ও নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি আবু জাফর আহমেদ মানুষের সেবায়ও কাজ করছেন। ইতিমধ্যে তার পক্ষ থেকে  ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। এতে নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছেন আবু জাফর আহমেদ বাবুল।

প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।

সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। 
এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করেন।
 

সম্পর্কিত বিষয়: