নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

 সোনারগাঁয়ে খতমে নবুওয়াত সংরক্ষণ নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০১, ১৩ অক্টোবর ২০২৫

 সোনারগাঁয়ে খতমে নবুওয়াত সংরক্ষণ নতুন কমিটি গঠন

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লাধুরচর মাদরাসায় অনুষ্ঠিত হলো “সোনারগাঁ সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ সম্মেলন”। এ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো নতুন কমিটি, যার সভাপতি নির্বাচিত হয়েছেন আলেম সমাজের প্রিয় মুখ মাওলানা মহিউদ্দিন খান।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি ও মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ। তিনিই এই নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন: 
প্রধান উপদেষ্টা: মাওলানা বেলাল হোসাইন
সভাপতি: মাওলানা মহিউদ্দিন খান
সিনিয়র সহ-সভাপতি: মাওলানা জহিরুল ইসলাম ফারুকী
সহ-সভাপতি: মাওলানা আবু দায়েন
সহ-সভাপতি: মুফতি সাইদুর রহমান
সহ-সভাপতি: কামাল হোসাইন
সহ-সভাপতি: হাফেজ ইউসুফ
সাধারণ সম্পাদক: মাওলানা মুফতি আবু বকর কাসেমি
সাংগঠনিক সম্পাদক: মাওলানা নুরুল্লাহ হাসেমি
প্রচার সম্পাদক: মাওলানা নুরুল হুদা ফয়েজি
কোষাধ্যক্ষ: মাওলানা আব্দুল মালেক

সম্মেলনে বক্তারা বলেন, খতমে নবুওয়াত ইসলামের মৌলিক ও অটুট বিশ্বাস। এই বিশ্বাসে বিন্দুমাত্র আঘাত ঈমানকে নষ্ট করে দিতে পারে। তারা আহ্বান জানান, সকল মুসলিমকে এক কাতারে দাঁড়িয়ে খতমে নবুওয়াতের এই পবিত্র বিশ্বাসকে রক্ষা করতে হবে।

সভাপতি নির্বাচিত হওয়া মাওলানা মহিউদ্দিন খান তার বক্তব্যে বলেন, "এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি এক বিরাট দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ খতমে নবুওয়াতের বিষয়ে মুসলিম উম্মাহর মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করব। কোনো ভ্রান্ত মতবাদ বা কাদিয়ানী সম্প্রদায়ের অপপ্রচার এ অঞ্চলে স্থান পাবে না।"

সাধারণ সম্পাদক মুফতি আবু বকর কাসেমি বলেন, “আমাদের কাজ হবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে খাঁটি আকীদা প্রচার করা। পাশাপাশি যুব সমাজকে সত্য ইসলামি জ্ঞান ও নবী করিম (সা.)-এর রাস্তা অনুসরণের দিকে আহ্বান জানানো হবে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানানো হয় নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তারা:

নিয়মিত সেমিনার, মাহফিল ও ওয়ার্কশপ আয়োজন করবে স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে লিফলেট, পুস্তিকা ও অনলাইন ক্যাম্পেইন চালু করবে সামাজিক ও মিডিয়া প্ল্যাটফর্মে সচেতনতামূলক প্রচারণা বাড়াবে

সম্মেলনে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম-উলামা, ইমাম-খতিব, শিক্ষক, ছাত্র ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইসলামপ্রেমী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে।

সম্মেলন শেষে দেশ, জাতি ও উম্মতের ঐক্য, খতমে নবুওয়াতের হেফাজত এবং নতুন কমিটির সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

সম্পর্কিত বিষয়: