নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

এই নগর আমাদের, সুতরাং এই নগরের দায়িত্বও আমাদের : তরিকুল সুজন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৫, ১৩ অক্টোবর ২০২৫

এই নগর আমাদের, সুতরাং এই নগরের দায়িত্বও আমাদের : তরিকুল সুজন 

আজ ১৩ অক্টোবর, (সোমবার) সকাল ১১ টায় নাসিক ১৪ নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের উদ্যোগে এবং সিটি কর্পোরেশনের সহায়তায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এবং লার্ভিসাইডিং করা হয়।

জনসচেতনতা কার্যক্রমে অংশ নিয়ে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, এই নগর আমাদের, সুতরাং এই নগরের দায়িত্বও আমাদের। নিজে সচেতন হই, অপরকে সচেতন করি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, দরকার নাগরিকদেরও অংশগ্রহণ।

জনসচেতনতা কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখতে পেয়েছি ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির জন্য অনেকাংশে নাগরিকরাও দায়ী। বাড়ির আঙ্গিনা, পরিত্যক্ত জমি, দুই বিল্ডিং এর মাঝের স্থান, বিল্ডিং সংলগ্ন ড্রেন এগুলোর অবস্থা খুবই খারাপ। বাড়ির বাসিন্দা কিংবা বাড়ির মালিক যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন না।

আমরা নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলি, একজনের অদায়িত্বশীল আচরণের জন্য খেসারত দিচ্ছেন সমস্ত নগরবাসী। এবং নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন সবার প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সম্মিলিত ভাবে জনসচেতনতা সৃষ্টি করি। এবং সবাই দায়িত্বশীল এবং সচেতন হতে উৎসাহী করি। 

তিনি আরো বলেন, প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতি জটিল হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তরা। অথচ আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করছেন।

ভিক্টোরিয়া হাসপাতালে এখন কেবল ওয়ার্ড নয়, ওয়ার্ডের মেঝে, হাসপাতাল করিডোরেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা আশ্রয় নিয়েছেন। সক্ষমতার চেয়ে অনেক বেশি আক্রান্ত হওয়ায় যথাযথ চিকিৎসা না পাবার আশঙ্কা তৈরি হয়েছে। একই পরিস্থিতি খানপুর হাসপাতালেরও।

ফলে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং বাড়ছে অসন্তুষ্টি। এই পরিস্থিতির মোকাবিলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন, প্রশাসন সমন্বিত উদ্যোগ গ্রহণ করতেই হবে। সময় এখনো শেষ হয়ে যায় নি, দরকার সমন্বিত এবং কার্যকর উদ্যোগ।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার  প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বর্তমান সহ সভাপতি সৃজয় সাহা, তাইরান আবাবিল রোজা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: