নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ নভেম্বর ২০২৫

খানপুর ভূমি অফিসের সামনের রাস্তার খানাখন্দ মেরামত করলেন শিল্পপতি বাবুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৮, ১৩ নভেম্বর ২০২৫

খানপুর ভূমি অফিসের সামনের রাস্তার খানাখন্দ মেরামত করলেন শিল্পপতি বাবুল

সংস্কারের অভাবে অনেকদিন ধরেই ভাঙ্গা খানাখন্দে ভরে আছে খানপুর হাসপাতাল ও ভুমি অফিস সংলগ্ন সড়কটি। হাসপাতাল ও ভূমি অফিসের সেবা প্রত্যাশিরা এবং স্থানীয় বাসিন্দাদের নিরুপায় হয়েই যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে।

দীর্ঘকাল ধরে এ অবস্থায় পড়ে থাকলেও  রাস্তার ভাঙ্গা অংশ মেরামতে এগিয়ে আসেনি। অবশেষে  ইটের খোয়া (শুরকি) দিয়ে খানাখন্দ ভরাট করে প্রাথমিকভাবে রাস্তা মেরামত করেলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল। তার পক্ষে ছোট ভাই জহির আহমেদ সোহেলের নেতৃত্বে একদল সেচ্ছাসেবী দিনভর মেরামত করেন রাস্তাটি । 

জহির আহমেদ সোহেল বলেন, আমি আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে সবসময় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছি, আমাদের আশেপাশে যে সমস্যা ও সামাজিক দায়িত্বগুলো আমাদের চোখে আসছে তা খুব দ্রুততার সাথে আমরা সমাধানের চেষ্টা করছি, ভবিষ্যতেও জনস্বার্থে আমাদের এই কাজগুলো অব্যাহত থাকবে। 

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান জানান, বাবুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ড্রেনেজের সুব্যবস্থা না থাকায় বৃষ্টিতে রাস্তার ওই অংশটিতে পানি জমে থাকার কারণে ভেঙ্গে গর্ত তৈরি হয়েছিল। ফলে ওখান দিয়ে রিকশা-ভ্যানসহ মানুষজনের চলাচল বিঘ্নিত হত।

জনগুরুত্বপূর্ণ একটি ভাঙ্গাচোরা রাস্তা চলাচলের উপযোগী করে দিলেন সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল। এতে করে রাস্তায় চলাচলকারী জনগণের ভোগান্তি কমবে। 
এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন  ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, সহ সভাপতি মাহবুব খান, রফিক মিয়া, তাহসিন মাহমুদ রকি প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: