গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের গণসংহতির প্রার্থী অঞ্জণ দাসের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁয়ের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
মত বিনিময় সভায় অঞ্জণ দাস বলেন, আমি নির্বাচিত হলে নতুন সোনারগাঁ গড়ে তুলবো। চাঁদাবাজী, দখলবাজী, মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়ার জন্য যা যা করা দরকার তাই করবো। প্রাচীন বাংলার রাজধানী এ ঐতিহাসিক সোনারগাঁ অথচ উন্নয়নের ক্ষেত্রে এ সোনারগাঁ অনেক পিছিয়ে আছে।
সোনারগাঁয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রয়োজন তাই পরিকল্পিত ভাবে এ খাতের উন্নয়ন করতে হবে। আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙ্গে নতুন সংস্কৃতি চালু করতে চাই। বিশেষ করে সোনারগাঁকে আলোকিত সোনারগাঁ হিসেবে সবাইকে নিয়ে গড়ে তুলবো।
এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নারী গণ সংহতি আন্দোলনের
আহ্বায়ক নাজমা বেগম, মহানগর গণ সংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, সোনারগাঁ শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন।
এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অসিত কুমার দাস, হাসান মাহমুদ রিপন, মোক্তার হোসেন মোল্লা, আবু বকর সিদ্দিক, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, আনিছুর রহমান, মনির হোসেন, খায়রুল আলম খোকন, ইমরান হোসেন, আনিসুর রহমান সজিব প্রমুখ।


































