নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬

মাসুদুজ্জামানের সাথে মনির হোসেন কাসেমীর সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৬, ২৪ জানুয়ারি ২০২৬

মাসুদুজ্জামানের সাথে মনির হোসেন কাসেমীর সাক্ষাৎ

বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা মাসুদুজ্জামানের সাথে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) এই সাক্ষাতের সময় উভয় নেতা নারায়ণগঞ্জ জেলার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়ন, নাগরিক সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে মাসুদুজ্জামান বলেন, ‘নারায়ণগঞ্জের প্রতিটি আসনে দলের প্রার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সমন্বয় বজায় রেখে এগিয়ে যেতে হবে। মনিরুজ্জামান কাশেমিও এ মতের সঙ্গে একমত পোষণ করে বলেন, “দলীয় আদর্শ ও জনগণের স্বার্থকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
উল্লেখ্য যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট থেকে মুফতি মনির হোসাইন কাসেমী খেঁজুর গাছ মার্কায় নির্বাচনে অংশ নিবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছেন, রাজপথে থেকেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের জন্য গুরুত্বপুর্ণ। এমতাবস্থায় নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমীকে খেঁজুর গাছ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিএনপি নেতা মাসুদুজ্জামান দল ও জোটের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।   
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডভোকেট বারি ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নাসিক ১২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নাসিক ১৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিএনপি নেতা এডভোকেট শরীফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন , কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি মনির, ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি পলাশ ও সেক্রেটারি আলমগীর হোসেন, ফতুল্লা আলীরটেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: