নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে প্রথম আলো বন্ধুসভার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৫২, ১৯ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে প্রথম আলো বন্ধুসভার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

:"বন্ধুত্বে অহর্নিশ বন্ধুসভা ২৪" এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কালিবাজার প্রথম আলো বন্ধুসভার কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

 

১৯৯৮ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় প্রথম আলো বন্ধুসভা। বন্ধুসভার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায়  কেক কেটে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে পালিত হয়।

 

নারায়ণগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মনিকার আক্তারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস, সাবেক সভাপতি রাসেল আদিত্য,আফরিন সুলতানা জেমি, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সভাপতি মোঃহাসানুজ্জামান, সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক মৌন লাকি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আহমেদুল হোসাইন, ম্যাগাজিন সম্পাদক নাসরিন আক্তার, বইমেলা সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব,সাধারণ সদস্য মাটি হৃদি, ডা.খায়রুজ্জামান, শিউলি আক্তার, আব্দুল জব্বার , অন্তরা, নাজমা বেগম,উদিতা মাহা, রেদুয়ানুল ইসলাম নাবিল।
 

সম্পর্কিত বিষয়: