নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পূজা পরিষদের প্রার্থনা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৯, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পূজা পরিষদের প্রার্থনা  

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশব্যাপী মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সকলে।

এদিন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার উদ্ভবগঞ্জে অবস্থিত  শ্রীশ্রী গৌড় নিতাই আখড়া এবং কাবিলগঞ্জে অবস্থিত শ্রীশ্রী রক্ষাকালী মন্দির আয়োজিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ সভাপতি তিলোত্তমা দাস,  সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুমিত রায়, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির কমিটির কর্মকর্তাবৃন্দ, উদ্ভবগঞ্জ শ্রীশ্রী গৌড়  নিতাই মন্দির সভাপতি শ্রী অসিত বাবু, সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা পরিষদের নেতৃবৃন্দ সহ অসংখ্য ভক্তবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: