
বন্দর থানা পুলিশ পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার দুই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের রোববার (২০ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচরা এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ৪(১)১৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত সরদার নূরে আলম (৪৩) ও বন্দর শাহীমসজিদস্থ টেটনা বাড়ী এলাকার মৃত রব মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত ৫০(১১)১৮ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী অলি মিয়া (৩৮)।
এর আগে গত শনিবার (১৯ আগস্ট) রাতে বন্দর থানার সোনাচরা ও বন্দর শাহীমসজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।