নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ মে ২০২৪

বন্দরে ২ নৌ চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪

বন্দরে ২ নৌ চাঁদাবাজ গ্রেপ্তার

বন্দরে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে অবস্থিত আকিজ ফ্লাওয়ার মিলস ঘাটে নঙ্গরকৃত মালামাল বহনকৃত লাইটার জাহাজে ট্রলার যোগে চাঁদা দাবি করে চাঁদা আদায়ের ঘটনায় ২ নৌ- চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সদর নৌ- থানা পুলিশ।

অভিযান কালে সদর  নৌ- থানা পুলিশ গ্রেপ্তারকৃত দুই চাঁদাবাজের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ২ হাজার টাকা  জব্দ করে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুরে শীতলক্ষ্যা নদীর  পূর্বে পাড়ে অভিযান চালিয়ে ওই দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত নৌ-চাঁদাবাজরা হলো বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার ইজ্জত  আলী মিয়ার ভাড়াটিয়া  আব্দুল খালেক মিয়ার ছেলে রাজিব হাওলাদার (২৩) ও নবীগঞ্জ এলাকার সুরুজ মিয়ার ছেলে রেহান শরিফ (৪৯)। পলাতক নৌ- চাঁদাবাজরা হলো নবীগঞ্জ রসুলবাগ এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে আবুল হোসেন (৪৫)

নবীগঞ্জ এলাকার সোহেল মিয়ার ছেলে সৌরভ (২৫) একই এলাকার আলমগীর (৩২)  জহির (৩৪) রাকিব (৩০) ও অন্তর (২৬)। এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১টায় শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে অবস্থিত আকিজ কোম্পানীর ফ্লাওয়ার মিলস ঘাটে এ চাঁদাবাজি ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসনের ব্যাবস্থাপক আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ নৌ- চাঁদাবাজসহ ৮ জনের নাম উল্লেখ্য করে আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-  ২(২)২৪ ধারা- ৩৮৫/ ৩৮৬/ ৩৪ পেনাল কোড-১৮৬০।

জানাগেছে, গত শুক্রবার বেলা সাড়ে ১২টায় ৮/১০ জনের একদল নৌ-চাঁদাবাজ ট্রলার যোগে  শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে অবস্থিত আকিজ ফ্লাওয়ার মিলস ঘাটে এসে নঙ্গরকৃত  এমভি নিহার ও এমভি গোল্ডেন স্টার লাইটার জাহাজে এসে চাঁদা দাবি করে। পরে চাঁদাবাজরা এমভি নিহার লাইটার জাহাজ মাষ্টারের নিকট থেকে ১ হাজার টাকা ও এমভি গোল্ডেন স্টার জাহাজের মাষ্টার কাছ থেকে আরো ১ হাজার টাকা  ভয় দেখিয়ে নিয়ে যায়।

চাঁদাবাজি বিষয়টি ভূক্তভোগী জাহাজ মাষ্টারগন আকিজ ফ্লাওয়ার মিলস এর মানবসম্পদ ও প্রশাসনের ব্যবস্থাপককে মোবাইল ফোন জানালে এ ঘটনায় উল্লেখিত ব্যবস্থাপক নারায়ণগঞ্জ সদর নৌ- থানা পুলিশকে অবগত করে।

খবর পেয়ে নৌ- সদর থানা পুলিশ ঘটনার ওই দিন দুপুর সোয়া ১টায় শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে রাজিব হাওলাদার (২৩) ও রোহান  শরীফ (৪৯) নামে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও নৌ- পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে ৮/১০ জন নৌ- চাঁদাবাজ।###