নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:৩৮, ২৮ জানুয়ারি ২০২৫

নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজল গ্রেপ্তার

নিনিষিদ্ধ সংগঠন নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম  কাজল কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার রাত ১১ টার দিকে তাকে ফতুল্লা মডেল থানার কোতালের বাগ মাদ্রাসা মাঠ থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত কামরুল ইসলাম কাজল ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকার শফিকুল ইসলামের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১১ টার দিকে কোতালেরবাগ মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম  কাজল কে গ্রেফতার করে।

 গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, কাজল কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের উপর গুলি করে হত্যা সহ একাধিক মামলা রয়েছে।