সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চুনাভূরা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল।
ওই সময় আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদ মেম্বার, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ, বিএনপি নেতা দবির উদ্দিন চৌধুরী, মোঃ সেলিম, নিজাম উদ্দিন,হাজী আনোয়ার হোসেন, হায়দার আলী, হাজী আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সাহাদাত, ফারুক, সিপন, হাজী জামান খাঁ, মঞ্জুর হোসেনসহ ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন চুনাভূরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহাবুর রহমান। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরন করা হয়।


































