নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে নকল জুস কারখানা সিলগালা, অর্থদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে নকল জুস কারখানা সিলগালা, অর্থদণ্ড

সিদ্ধিরগঞ্জে একটি নকল জুসের কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় তৈরীকৃত নকল খাদ্য সামগ্রী জব্দসহ কারখানার মালিক মো. হেলাল মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করে কারখানা সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারী এলাকার মল্লিক এগ্রো ফুড কারখানায় অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন বিএসটিআই এর নিবার্হী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় অনুমোদহীন জুস কারখানা গড়ে তোলেন মো. হেলাল মল্লিক নামে এক ব্যবসায়ী। ওই কারখানায় নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে 'মল্লিক ফ্রুটো'সহ বিভিন্ন নামে বাজারজাত করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, নকল মাল জব্দ করে কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই এর নিবার্হী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা অভিযান ও অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।