নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

রূপগঞ্জে আরিফুজ্জামান ইমনের উদ্যোগে যুবদলের প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৬, ১০ জুলাই ২০২৫

রূপগঞ্জে আরিফুজ্জামান ইমনের উদ্যোগে যুবদলের প্রস্তুতি সভা

সারাদেশে চলমান বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তুতি সভা করেছে যুবদলের নেতৃবৃন্দ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ভুলতা কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত "প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী" সফল করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান যুবদল নেতা ইমন। বিএনপি'র ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের সদস্য পদ নবায়ন এবং যারা বিগত সময় ক্লিন ইমেজের অধিকারী সুশীল সমাজের লোক তাদেরকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

সেই সাথে স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো দোসর কিংবা খারাপ চরিত্রের কোনো মানুষকে রূপগঞ্জে বিএনপির সদস্য করা হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি। বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে আগামী দিনে রূপগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুস্থ রাজনীতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন যুবদল নেতা আরিফুজ্জামান ইমন।

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক আবু হানিফ, যুবদল নেতা আওলাদ হোসেন, রুবেল মিয়া, আমজাদ হোসেন, কামাল হোসেন, নাজমুল হোসেন, মোস্তফা মিয়া প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: