নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০১ আগস্ট ২০২৫

ইয়াবা ও হেরোইন উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৭, ৩০ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইয়াসিন (২৪), নোয়াখালী জেলার চাটখিল থানার মোমিনপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের আদর্শনগরে মনির সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। মো. দেলোয়ার হোসেন দেলু (৫৫), সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড বটতলা এলাকায় বাদল কমিশনারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ ইয়াসিনকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬ হাজার টাকা।

অপরদিকে রাত ৯টা ১০ মিনিটে ভূমিপল্লী এলাকায় শিমরাইল ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়। তার দখল হতে ৫২ পুরিয়া হেরোইন (ওজন ৫.২ গ্রাম) উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১৫হাজার ৬’শ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।