নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০১ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০২, ৩১ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। সেই সাথে নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউ বাজার এলাকায় তাঁর ভায়রা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলার নথিপত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ভায়রা সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকির কাজ করতে সিরাজুল ইসলাম। বাতানপাড়ার শুক্কুর ও তার ভাই পাপ্পু সহ কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল।

তারই অংশ হিসেবে শুক্কুর ও তার ভাই পাপ্পু ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুল ইসলামের কাছে চাঁদা দাবী করে। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। 

একপর্যায়ে সিরাজজুল ইসলামকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় তার ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।