
জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) আদমজীনগর এম ডব্লিউ স্কুলের মিলনায়তনে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত ডকুমেন্টারি প্রদর্শনীতে শিক্ষর্থীদের জুলাই আন্দোলনের এর শুরুর প্রেক্ষাপট দেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন এম.ডব্লিউ স্কুলের শিক্ষক বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত, যুগ্ম সদস্য সচিব ইমন আহমেদ, জেলা সংগঠক মোঃ তামিম, জেলা সদস্য মাহাদী হাসান, মহানগর সদস্য ইমন, থানা প্রতিনিধি মোঃ ফাহিম, মোঃ নাসির, সুজন খান, লাবিব সহ সিদ্ধিরগঞ্জ থানা বৈছাআ এর প্রতিনিধিগণ।
বৈছায়া নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব ইমন আহমেদ বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সকলেই সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকার বাসিন্দা। এখানে মাদক ও ইভটিজিং এর উপদ্রব অনেক বেশি।
তাই আজ থেকে আমরা এই মাদক এবং ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা কেউ মাদক সেবন করবো না ও ইভটিজিং করবো না। আমরা আমাদেরকে এবং আমাদের ভাই-বোনদেরকে রক্ষায় সর্বদা সতর্ক থাকবো।
বৈছায়া নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, যেহেতু আমাদের সাংগঠনিক কর্মকান্ড কেন্দ্রীয় নির্দেশে স্থগিত করা হয়েছে। আমরা তা বন্ধ রেখেছি। কিন্তু জুলাই অভ্যুথানের শহিদদের স্মরণ ও আহতদের জন্য দোয়ার অনুষ্ঠান আমাদের চলমান কার্যক্রম। এরই অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনের আমরা সহযোগিতা করছি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাই ও বোনেরা জীবন দিয়েছে তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আমাদের যে সকল ভাই ও বোনেরা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা ও দোয়া করছি। ২৪ এর জুলাই না আসলে হয়তো কখনো জানতেই পারতাম না এই বাংলাদেশকে কতটা ভালোবাসি আমরা।
একসময় ছেলেমেয়েগুলো হঠাৎ নিজেদের জীবন বাজি রেখে দেশকে বাঁচাতে এক ভয়ানক যুদ্ধে নেমে গেল। অতঃপর তৈরি হলো ঐক্য, যে ঐক্যের বাঁধ ভাঙতে পারল না আর কোনো শক্তি । আর সেই ঐক্য নিয়ে আসলো ২৪’র বিপ্লব। দেশ থেকে ফ্যাসিবাদী দলকে বিতাড়িত করতে পারলেও পারিনি এখনো ফ্যাসিবাদ মনোভাবমুক্ত করতে।
সিংহভাগ ব্যক্তিত্বের মাঝে রয়ে গিয়েছে এখনো সেই আগের মতোই ফ্যাসিবাদী মনোভাব। এই ফ্যাসিবাদী মনোভাব কে দূর করতে হলে আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে তারপর নিজের দেশকে ঠিক করতে হবে। আওয়াজ উঠান অন্যায়ের বিরুদ্ধে।
দেশ গড়তে রাজনীতি করা লাগেনা, মানব সেবা করতে রাজনীতি করা লাগেনা, শুধু লাগে দায়িত্ব আর সেই দায়িত্বকে বাস্তবে রুপান্তরিত করতে প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি। যে ইচ্ছা শক্তি গড়বে আমাদের আগামীর স্বপ্নের বাংলাদেশ।