নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০২ আগস্ট ২০২৫

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা  হাফেজ আহাম্মেদ আর নেই 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২০, ১ আগস্ট ২০২৫

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা  হাফেজ আহাম্মেদ আর নেই 

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক হাফেজ আহাম্মেদ (৬৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার (৩১জুলাই)  রাতে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যু কালে তিনি ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা শুক্রবার বাদ জুম্মা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়।

মরহুমের নামাজের জানাযা উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব এডঃ আবুল কালাম, মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, হাজী নূর উদ্দিন আহাম্মেদ, আওলাদ হোসেন, মনির হোসেন, অস্ট্রেলিয়া বিএনপিসহ- দপ্তর সম্পাদক ইন্জিনিয়ার মোঃ রেজানূর রহমান রূপন, মহানগর বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, বন্দর উপজেলা বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, শহীদ মেম্বার, মনির মেম্বার, আলামিন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মোঃ সাফি, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম, সাহাদাত হোসেনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।