নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৮ আগস্ট ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪২, ৭ আগস্ট ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৯

বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বদু মিয়া (৫২) বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  ফয়সাল (২২)।

পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হৃদয় (২৩) সোনাকান্দা এনায়েতনগর এলাকার আব্দুল  লতিফ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল হোসেন (৪৫)।

ফুলহর এলাকার সফুর উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৪৮) এনায়েতনগর এলাকার মৃত মকবুল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলাউদ্দিন (৫২) রোস্তমপুর এলাকার মৃত আসাদ মিয়া ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জামান (২২)।

তাজপুর এলাকার দুদু মিয়ার বাড়ি ভাড়াটিয়া করিম হোসেন মিয়ার ছেলে জুয়েল (২৮) ও ছনখোলা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোলায়মান (৪২)।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে এদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত বিষয়: