নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৮ আগস্ট ২০২৫

নিটিং ওনার্স এসোসিয়েশনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সানির পদত্যাগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৪, ৮ আগস্ট ২০২৫

নিটিং ওনার্স এসোসিয়েশনে  নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সানির পদত্যাগ

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আনিসুল ইসলাম সানি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে  নির্বাচন বোর্ড (২০২৫-২০২৭) এর সচিব বরাবর তিনি তার পদত্যাগ জমা দিয়েছেন। 

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) পরিচালনার জন্য গত ৮ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ কমিটির ১৩তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আপনার স্বাক্ষরিত সূত্র নং: বিকেওএ/দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৭/০৮/২০২৫, তারিখ-১০/০৫/২০২৫ এর আলোকে আমাকে নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান করা হয়েছিল। সেই মোতাবেক আগামী ৯ আগস্ট ২০২৫, শনিবার উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছিলাম। উক্ত নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু উক্ত নির্বাচনকে কেন্দ্র করে এসোসিয়েশনের কতিপয় সদস্যের পারস্পরিক বিরোধিতার কারণে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়, নারায়ণগঞ্জ সহকারি জজকোর্ট এবং হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিষয়টি আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমি উক্ত নির্বাচনের দায়িত্বে থাকলে আমার সুনাম এবং ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে আমি মনে করি।

 

এমতাবস্থায় আমি নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। অদ্য তারিখ থেকে নির্বাচন বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা বা দায়-দায়িত্ব নেই।