নারায়ণগঞ্জ জেলায় বেশ কিছুদিন ধরে বিচ্ছিন্নভাবে ডলার, রিয়েল, পাউন্ড সহ সব ধরনের বিদেশি মুদ্রার জাল নোট ছড়িয়ে পড়েছে বলে শোনা গেলেও গত সপ্তাহে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। নারায়ণগঞ্জে বৈধ মানি এক্সচেঞ্জের সংখ্যা ৪টি থাকলেও বিভিন্ন ট্রাভেল এজেন্সির নামে চলছে অবৈধ ভাবে এই জাল ডলার বেচা বিক্রি । ধনি এই জেলার মানুষের হজ্জ ওমরাহ সহ বিভিন্ন সময় ব্যবসায়ী কাজে বিদেশ যেতে হয় তখন বিদেশী মুদ্রার প্রয়োজন হয় আর এই সুযোগে ট্রাভেল এজেন্সির আড়ালে এই জাল ডলার, রিয়েল , পাউন্ড, লেনদেন করে অসাধু ব্যবসায়ী ও প্রতারক চক্র।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানি এক্সচেঞ্জে মালিক জানায়, নারায়ণগঞ্জে বৈধ মানি এক্সচেঞ্জের সংখ্যা চারটি কিন্তু একদল প্রতারকচক্র বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে ডলার রিয়েল সহ বিভিন্ন বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকে জা আইনত অপরাধ। তবে বিদেশ ফেরত ও বিদেশ গমনকারীদের কাছে আমার অনুরোধ আপনারা যখনই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয় করবেন নারায়ণগঞ্জে যে চারটি মানি এক্সচেঞ্জে রয়েছে তাদের কাছ থেকে নিবেন।
আমি প্রশাসনের কাছে দাবি জানাই অবিলম্বে এই প্রতারক চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।
এদিকে সংশ্লিষ্ট দপ্তরকে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে বিষয়টি ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

































