নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা তারা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাদের কার্যক্রম সবসময়ই মানুষের কল্যাণে কাজ জন্য। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মহানগর যুবদলও তাদের প্রতিটি কাজে সহযোগিতা করতে চাই।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের কলীরবাজাস্থ শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, আমাদের দল বিএনপি দেশের উন্নয়ন কাজ করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি দেশ ও নারীদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিল। ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। যেটা নারীদের উন্নয়ন ও জাগরণের জন্য পথিকৃৎ দেখেছিল।
আর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবকদের উন্নয়নে কল্যাণে যুব ফাউন্ডেশন করে প্রতিষ্ঠা করেছিল। যুবকদেরকে দেশে ও দেশের বাইরে কর্মস্থানের ব্যবস্থা করেছিলেন।
তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা করেছিলেন সেই ৩১ দফার মধ্যে যুবকদের কর্মসংস্থানের জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। ইনশাল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের দলের ভূমিকা থাকবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ - ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান।
উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসূফ খান টিপু, জামায়াতের নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ,সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সানজিদা আক্তার মিতু, সিনিয়র অফিসার তানভীর মোহাম্মদ সুজন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।


































