নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৮ নভেম্বর ২০২৫

সাবদীর বিনোদন কেন্দ্র ও খাবার দোকানগুলোতে টিনেজাদের অনৈতিক কর্মকান্ড বেড়েই চলেছে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৮, ৮ নভেম্বর ২০২৫

সাবদীর বিনোদন কেন্দ্র ও খাবার দোকানগুলোতে টিনেজাদের অনৈতিক কর্মকান্ড বেড়েই চলেছে

বন্দরের সাবদী এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিনোদন কেন্দ্র ও খাবারের দোকানগুলোতে চলছে উঠতি টিনেজসহ নানা বয়সী নারী-পুরুষের বেলেল্লাপনা ও অনৈতিক কর্মকান্ড।

এ সকল কর্মকান্ডের কারণে সপ্তাহের শুক্র ও শনিবার ছুটির দিনে বিভিন্ন সরকারি-বেসরকারি চাকুরীজীবি মানুষগুলো পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেও চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। 

নাম প্রকাশে অনাগ্রহী জনৈক দর্শনার্থী জানান, আমরা সপ্তাহের দুইদিন ছুটি পেয়ে এখানে ঘুরতে আসি কিন্তু কিছু মানুষের জন্য পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসা যায় না।

প্রতিটা বিনোদন কেন্দ্র ও খাবারের দোকানে উচ্ছশৃঙ্খল ছেলে-মেয়েদের বিচরণ রয়েছে। তারা অশালীন অঙ্গ-ভঙ্গির কারণে আমাদের ছেলে-মেয়েরাও বখে যাওয়ার অবস্থা। আমরা গার্ডিয়ানরাও তাদের চলাফেরা বা কর্মকান্ড দেখে লজ্জা পাই।

একই শর্তে অপরাপর নারী দর্শনার্থী জানান,এসব জায়গায় এখন আর ভাল মানুষ আসবে না। বাজে ছেলে-মেয়েরা এখানকার পরিবেশ একেবারেই নষ্ট করে দিয়েছে। সপ্তাহের একটা দিন এখানে ঘুরতে এসেও সেই পরিবেশটা পাই না। প্রশাসনের লোকজন এসব দেখেও কিছু বলে না।

তিনি আরো বলেন,সবচেয়ে অবাক বিষয় এখানে যারাই আসছে এসব অপকর্ম করছে তাদের অধিকাংশই টিনেজ উঠতি বয়সের। হয়তো স্কুলে নয়তো কলেজে পড়ে। কেউ কেউ ইউনিফর্ম পরেই প্রেমলীলায় মত্ত হচ্ছে।

একে অপরকে প্রকাশ্যে ধরাধরি করছে, কিস দিচ্ছে ইত্যাদি আরো অনেক রকমের অসভ্যতা চলছেই। আমার মনে হয় তাদের গার্ডিয়ানরাও এইরকম। তা না হলে এখানে এসে তারা যে সকল কার্যকলাপ করে তা ভাষায় প্রকাশযোগ্য।

এ অবস্থা চলতে থাকলে মানুষ রাস্তায় বের হওয়ার সুযোগ থাকবে না। বিষয়টি বন্দর উপজেলা ও থানা প্রশাসনের নজরদারিতে আসা উচিত।

অন্যথায় এসব বিনোদন কেন্দ্রগুলো মিনি পার্ক না মিনি পতিতালয়ে পরিণত হয়ে উঠবে। তখন আর হাজার চেষ্টা করেও এসব দমন করা অসম্ভব হয়ে পড়বে। 
 

সম্পর্কিত বিষয়: