নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বাংলাদেশের আজকে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটা অনেকটা এই ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতোই এই ফ্যাসিবাদকে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীসহ সবাই সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয়তাবাদী দল।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পূর্বে বক্তব্যেকালে তিনি এসব কথাগুলো বলেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল চারটায় সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা - নারায়ণগঞ্জ লিংক প্রদক্ষিণ করেন।
তিনি আরও বলেন, আর সেই লক্ষ্যে আগামীতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সেটা অক্ষরে অক্ষরে পালন করবে।
আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক। আমরা দীর্ঘ ১৭টি বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সেই সংগ্রামের ফল বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


































