নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৮ নভেম্বর ২০২৫

সন্ত্রাসীদের গ্রেপ্তারে ফতুল্লা প্রেসক্লাবের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৩, ৮ নভেম্বর ২০২৫

সন্ত্রাসীদের গ্রেপ্তারে ফতুল্লা প্রেসক্লাবের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

সাম্প্রতিক সময়ে সাইনবোর্ড গিরিধারায় তিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে ফতুল্লা প্রেসক্লাবের আয়োজনে  এই প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপত্বিতে ও সাধারান সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমে সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

আগামী ৪৮ ঘন্টার মধ্যেন তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে বলে বক্তারা বলেন। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে যেকোনো ধরনের বাধা অগ্রহণযোগ্য। হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না। 

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী,যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,  বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ মাহফুজ জাহিদ, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি শরীফ সুমন, জাগো নিউজের প্রতিনিধি মোঃ আকাশ, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবে অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক এমএ সুমন, পম আজিজ, মাসুদ আলী,সোহেল রানা, আরিফ হোসেন, শাহাদাত হোসেন, আজমীর ইসলাম, এমএইচ রাসেল, মোকলেছুর রহমান তোতা, সোহান, বিশ্বজিৎ দাস, মুন্না, সাব্বির আহমেদ, সুমী প্রমুখ।