নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫

বন্দরে যুবলীগ নেতা জাহিদসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৪, ১৭ আগস্ট ২০২৫

বন্দরে যুবলীগ নেতা জাহিদসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

বন্দরে যুবলীগ নেতা জাহিদসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতদের রোববার (১৭ আগস্ট) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (১৬ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামিরা হলো বন্দর থানার ফুলহর এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহিদ (২৬) একই থানার আলীনগর এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খোকন।

চৌরাপাড়া এলাকার জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাশু ওরফে রাশেদ (২৮) ফুলহর এলাকার আমান উল্লাহ মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী শাওন  (২৪)। 
 

সম্পর্কিত বিষয়: