নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন ডিসি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন ডিসি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টায় মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন এবং দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উপভোগ করতে পারেন সে বিষয়ে পূজা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মন্দিরের পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং পূজা আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও তিনি  বন্দর থানা, বন্দর উপজেলা পরিষদ, ঢাকেশ্বরী দেব মন্দির ও কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়,কুড়িপাড়া ভূমি অফিস  পরিদর্শন করেন।