নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০২ নভেম্বর ২০২৫

বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৩, ১ নভেম্বর ২০২৫

বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার

বন্দরে নারী ও শিশু  নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর এলাকার মৃত আব্দুল আউয়াল মিয়ার ছেলে রুহুল আমিন (৩৮) ও একই ইউনিয়নের নরর্পদী এলাকার তালেব আলী মিয়ার ডালিম (৩৭)।

ধৃতদের শনিবার (১ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৫৩(১০)২৫ নং মামলার ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বন্দর উপজেলার উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।