নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ নভেম্বর ২০২৫

ইসমাইল হোসেন (মুরুব্বী) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১১, ১ নভেম্বর ২০২৫

ইসমাইল হোসেন (মুরুব্বী) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মরহুম ইসমাইল হোসেন (মুরুব্বী)র (১৭ তম) মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১ নভেম্বর) বাদ আছর বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৬৫)’র আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়ন, সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার আহবায়ক মোসলেহ উদ্দিন সেলিমের সভাপতিত্বে এবং সদস্য শাহ আলম হিরার সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুম ইসমাইল হোসেন (মুরুব্বী)’র বিদেহী আত্নার মাগফেরাত কামনায় এবং নিহত অন্যান্য চালক-শ্রমিক সহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও অসুস্থ সকলের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য শামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পাঁচতারা সাংসদের সভাপতি  আলী আকবর খান, সাধারন সম্পাদক সালাউদ্দিন ইউসুফ, বাংলাদেশ কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজ্বী মো: সেলিম সরকার, হাফেজ মোহাম্মদ ফজলুল হক ও চালক-শ্রমিক সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
 

সম্পর্কিত বিষয়: