নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৯ অক্টোবর ২০২৫

বন্দরে দেওলী এলাকার চিহ্নিত চাঁদাবাজরা বেপরোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে দেওলী এলাকার চিহ্নিত চাঁদাবাজরা বেপরোয়া

বন্দরে পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণ করার সময়  ৫০ হাজার টাকার চাঁদার দাবিতে নির্মাণাধীন ঘর ভাংচুর করেছে স্থানীয় চাঁদাবাজরা। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে ৪ জন আহত হয়। আহতরা হলো আমিনুল, ফয়েজ, ওমর ফারুক ও কালাম। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেওলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই সময় আহতরা জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ খবর পেয়ে দ্রুত  ঘটনা স্থলে এসে ঘটনার সত্যতা পায়। এ ব্যাপারে আহত ফয়েজ মিয়া বাদী হয়ে  বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আহতরা জানায়, শনিবার সকালে বন্দরের দেওলী চৌড়াপাড়া এলাকার কালাম মিয়ার তার নিজ বাড়ির পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণ কাজ শুরু করে। এ সময় একই এলাকার একাধিক চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামী চিহৃত চাঁদাবাজ সাঈদ, নাহিদ ও নাদিম তাদের সাঙ্গপাঙ্গোদের নিয়ে ঘর নির্মানে বাধা দেয় এবং নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। 

ওই সময় কালাম চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে উল্লেখিত ৪ জনকে জখম করে। পরে তারা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনা স্থলে এসে ঘটনার তদন্ত করে সত্যতা পান।

স্থানীয়রা জানায়,  চাঁদাবাজদের অত্যচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে দেওলী চৌরাপাড়া এলাকাবাসী । তারা চুরি, ছিনতাইসহ কেউ নির্মাণ কাজ করতে গেলে তারা চাঁদা দাবি করে। উল্লেখিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ী অপহরণ মামলা রয়েছে।

এর আগে উল্লেখিত চাঁদাবাজরা মুন্সীগঞ্জ থেকে এক ব্যবসায়ীকে অপহরন করে এনে আটক রাখে পরে পুলিশ এসে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। এছাড়া তাদের বিরুদ্ধে থানায় একাধিক চাাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসকল চাঁদাবাজরা দেওলী উদয়ন ক্লাবকে টর্চ্যার সেল বানিয়ে বিভিন্ন মানুষকে ধরে এনে পিটিয়ে মুক্তিপন আদায় করে থাকে।

তাদের অত্যচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। তাই এলাকাবাসী তাদের দ্রুত গ্রেপ্তারের  দাবি জানিয়ে পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।