
চোর অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করে সম্মানহানির ঘটনায় কবি কবির সোহেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
গত শনিবার (৪ অক্টোবর) ভূক্তভোগী যুবকের বড় ভাই সোয়াইব হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর) চোর অপবাদ দিয়ে ওই ভিডিওটি ভাইরালের ঘটনা ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে ও বাদী গণমাধ্যমকে জানায়, গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় বন্দর থানার বক্তারকান্দীস্থ আরমান সুমন এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযোগের বাদী ছোট ভাই মোঃ সায়েম (২০) এবং তার বন্ধু মোঃ অন্তর (২০) খেলাধুলা করার সময় দুর্ঘটনাবশত অন্তর (২০) কুনুইয়ের আঘাতে আমার ছোট ভাই মোঃ সায়েম (২০) বাম চোখের নীচে রক্তাক্ত কাটা জখম হয়।
ওই সময় আশেপাশের লোকজন আমার ভাইয়ের মাথায় পানি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে। সে সময় চৌরাপাড়া এলাকার কবি ও সাংবাদিক পরিচয় দানকারি কবি কবির সোহেল উক্ত ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Bandar Press নামক পেইজ যাহার আইডি লিংক Mtps.www.facebook.comernet@128297661045 ব্যবহার করে বাদী ছোট ভাই মোঃ সায়েম (২০) কে চোর অপবাদ দিয়ে উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিবাদীর এহেন উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপবাদের কারণে সমাজে আমার ভাই এবং আমাদের পরিবারের সুনাম নষ্ট হচ্ছে। বিবাদী উক্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাদের মানহানি করেছে। আমার ভাই বর্তমানে আকিজ ফ্লাওয়ার মিলসে কর্মরত আছে। বিবাদীর এহেন ঘৃন্য কর্মকান্ডে আমার ভাই তার কর্মস্থলে সমস্যার সম্মুখীন হচ্ছে।
বিবাদীকে এ বিষয়ে বুঝিয়ে বলে উক্ত ভিডিও ডিলিট করার কথা বললে বিবাদী একই আইডি হতে ভিডিওটি পুনরায় শেয়ার করে এবং আমরা যদি এ বিষয়ে বাড়াবাড়ি করি তাহলে আমাদের দেখে নেয়ার হুমকি প্রদান করে। উল্লেখ্য যে, বিবাদী একজন তথাকথিত নামধারী সাংবাদিক।
সমাজের সাধারন, নিরীহ ও অসহায় মানুষদের হেনস্তা করাই বিবাদীর কাজ। বিবাদী একজন আইন অমান্যকারী খারাপ প্রকৃতির লোক। অভিযোগটি সঠিক ভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পরিবার।