বন্দরে দরজা ভেঙ্গে আমিনুল ইসলাম (৩০) নামে এক রাখালের ফাঁস লাগানো মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আত্মহননকারী রাখাল আমিনুল ইসলাম সুদূর কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বোরগাও এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে।
সে দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকার জনৈক আব্দুল আউয়াল মাস্টারের বাড়ি রাখালের কাজ করে আসছিল।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলার হাজীপুরস্থ গোয়াল ঘরের পাশের রুম থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টা হইতে ভোর ৬টার মধ্যে যে কোন সময়ে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।


































