নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সদর থানা বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৭, ২৮ অক্টোবর ২০২৪

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সদর থানা বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে সদর থানা বিএনপির নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে মূল সমাবেশে যোগদান করেন।

এ সময় সদর থানা বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল চারটায় মহানগর বিএনপির উদ্যোগে  শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মিশনপাড়া হয়ে চাষাড়া চত্বর ঘুরে ডিআইটি দিয়ে মন্ডলপাড়া হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।