
নাসির উদ্দিন পিন্টুর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে দুই নাম্বার গেইট দোয়েল সিটি প্লাজায় মহানগর বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনে আয়োজন ও জাকির খানের সার্বিক তত্বাবধানে নাসির উদ্দীন পিন্টুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি বলেছেন, নারায়ণগঞ্জের নেতা ইবলিশ তৈমুর আলম খন্দকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল কিন্তু আসিফ মাহমুদ তাকে গ্রহণ না করে বলেছিল আপনি বেইমান আমাদের সঙ্গে আপনাকে নেওয়া যাবেনা ।
নারায়ণগঞ্জে জাকির খান আশীর্বাদ হিসেবে জেল থেকে বের হয়েছে। ধৈর্যের সহিত আগামী ছয়টা মাস অবস্থান করতে হবে। জাকির খান কে সামনে রেখে এগিয়ে যান। আশাকরি আপনারাই শেষ বিজয়ের হাসি হাসবেন সেই দিনের অপেক্ষায় থাকুন। টকশোতে হাসনাতকে বলেছিলাম সাবধানে থেকো এই শিশু পার্টির হাসনাত আমার কথা শুনে নাই গাজীপুরে গিয়ে পেদানি খেয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নেতা প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ভাই নাসিম আহমেদ রিন্টু, রিয়াজ উদ্দিন আহমেদ মনি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. সরকার হুমায়ুন কবির, কেন্দ্রীয় মৎসজীবী দলের সাবেক সাধারন সম্পাদক মিলন মেহেদী, জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ আহমেদ, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, কেন্দ্রীয় মৎসজীবী দলের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম টুলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রবীন নেতা মোঃ মনির, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আলহাজ্ব আবদুল হালিম সহ অসংখ্য নেতৃবৃন্দ।