নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমাদের এই লড়াই, সংগ্রাম : সজল 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৬, ১৮ জুলাই ২০২৫

একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমাদের এই লড়াই, সংগ্রাম : সজল 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আপনারা জানেন জুলাই আন্দোলনের বিএনপি ৪২২জন নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই শহীদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। 

বাংলাদেশের অন্য কোন সংগঠন কি বলতে পারবে তাদের কতজন নেতাকর্মী রক্ত দিয়েছে। 
কারণ তারা বলতে পারবে না। বাকি যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তারা সকলেই এদেশের সাধারণ নাগরিক। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য রাজপথে জীবন দিয়েছেন।

 আমরা এ নতুন স্বাধীনতা একক দাবীদার রাখতে চাই না এর দাবিদার বাংলাদেশের আপামর জনসাধারণের স্বাধীনতা। এই স্বাধীনতাকে ধরে রাখতে যত ষড়যন্ত্রই হোক সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিব ইনশাল্লাহ। 

শুক্রবার ( ১৮ জুলাই) বিকেল চারটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মৌন মিছিল পূর্বে বক্তব্যকালে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, আমরা দীর্ঘ সাড়ে ১৫বছর ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং ২বছর সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা লড়াই করতে করতে আজকে স্বাধীনতার কান্তি লগ্নে আছি। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার আসবে। কারণ একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য কিন্তু আমাদের লড়াই সংগ্রাম। এদেশের জনগণ আমাদের বিএনপির সঙ্গে ছিল এবং আছে। আগামী দিনে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে অর্থনৈতিক মুক্তি পাবে । 

যারা গত ১৫ বছরে ভোট দিতে পারেনি তাদের ন্যায় ও যুক্তি সংক্রান্ত দাবির সাথে বিএনপি আছে এবং থাকবে ইনশাল্লাহ। আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বুঝতে হবে তাদের অস্তিত্ব কোথায়। কিন্তু ছোটখাটো কোন দল না।  

গত ১৫ বছরের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির ৬০ লক্ষ নেতা কর্মী মামলা খেয়েছে। হামলা,জেল, জুলুম নির্যাতন ও খুনের শিকার হয়েছে। সুতরাং বলতে চায় বিএনপিকে উড়িয়ে ফেলা যাবে না বিএনপি রাজপথের দল রাজপথে আছে এবং রাজপথেই থাকবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর কৃষক দলের সভানেত্রী খন্দকার এনামুল হক স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।