নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশ সফল করতে শহরে জামায়াতের শোডাউন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:২৭, ১৯ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশ সফল করতে শহরে জামায়াতের শোডাউন

শুক্রবার (১৮ জুলাই ) বাদ জুমা  চাষাড়া মিশন পাড়ার থেকে শত শত নেতা কর্মীরদের উপস্থিতিতে ১৯ জুলাই শনিবার   জাতীয় সমাবেশ সফল করার লক্ষে  বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।

‎মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে উক্ত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের পরিচালনায়  এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম,  মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসেন,এইচ এম নাসির উদ্দিন,  মহানগর কর্মপরিষদ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ। 

‎মাওলানা মইনুদ্দীন আহমাদ বলেন, এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠা ব্যাতিত কখনো শান্তি আসতে পারে না।  তাই আগামী নির্বাচনে কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে সকল দলের অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 

‎মহানগরে আমির মাওলানা  আবদুল জব্বার বলেন, জুলাই  বিপ্লবের মূল স্পিরিডকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেমনিভাবে আমরা বিপ্লব ছিনিয়ে নিয়েছি, জীবন দিয়েছি ঠিক তেমনিভাবে আগামী দিনে সকল অপশক্তির বিরুদ্ধে  ঐক্যবদ্ধ  লড়াই করে শান্তি কামিনী মানুষের অধিকার নিশ্চিত করব। আবদুল জব্বার আরো বলেন আগামীকাল ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী  উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয়  সমাবেশের সাত দফা কর্মসূচি রয়েছে আমরা মনে করি সাত দফা বাস্তবায়ন হলেই এদেশের মানুষ আর কোন ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হবেনা। নতুন কোন ফ্যাসিজম  প্রতিষ্ঠা হবে না, চাঁদাবাজ- দখলবাজ,  কোন সন্ত্রাস এসে মানুষের উপর জুলুম করতে পারবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় সমাবেশে সর্বোচ্চ জনশক্তি নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করবো। ইনশাআল্লাহ।  সমাবেশে যোগ দিতে লোকজন গাড়িতে যাবে, ট্রেনে যাবে লঞ্চে যাবে আর যদি তা না পায়   প্রয়োজনে  পায়ে হেঁটে উপস্থিত হবে। আমরা মনে করি জাতির  এই কান্তি লগ্নে আগামীকালের জামায়াতের সমাবেশ এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে।