নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

আজিজ খন্দকার অসুস্থ, সুস্থতার জন্য পরিবারের দোয়া কামনা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

আজিজ খন্দকার অসুস্থ, সুস্থতার জন্য পরিবারের দোয়া কামনা 

দেওভোগ খন্দকার টাওয়ার নিবাসী নারায়ণগঞ্জ জেলা মৎসজীবি দলের সাবেক সহ সভাপতি আজিজ খন্দকার ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। বর্তমানে তিনি সাইনবোর্ডে অবস্থিত প্রো এক্টিভ হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। 

বৃহস্পতিবার বিকেলে আজিজ খন্দকারের পুত্র সাদ খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রবিবার আব্বুকে প্রো এক্টিভ হাসপাতালে ভর্তি করিয়েছি। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসকের নিবীড় পর্যবেক্ষনে রয়েছেন।’

আমি আমার পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খিদের নিকট দোয়া চাই। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে তারাতারি সুস্থ হয়ে ফিরে আসেন।

সম্পর্কিত বিষয়: