
দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ও কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, উন্নত চিকিৎসার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এখনও বিদেশে না নেয়া দুঃখজনক।
জুলাই গণআন্দোলনের ভিত্তিতে গঠিত সরকারের আমলে ভিপি নুরের উপর হামলা যেমন উদ্বেগজনক, তেমনি উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থ করার ক্ষেত্রে গড়িমসি অগ্রহণযোগ্য।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের নুরবাগ এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড অনুমোদিত ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, গুনগত ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড আকর্ষণীয় করতে হবে, যেন তরুণ সমাজের কাছে পেশা হিসেবে শিক্ষকতেই প্রথম পছন্দ হয়।
অনুষ্ঠানে জুলাইযোদ্ধা সাদ্দাম হোসেনকে কলেজের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির কর্ণধার-প্রতিষ্ঠাতা ওমর ফারুক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফাতেমাতুজ জোহরা, শিক্ষক সাজ্জাদ হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নার্গিস আক্তার, কাজী ফাহিম, সোহেল রানা, আবদুর রাজ্জাক ও তানিয়া আক্তার।