নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তাররা হলো- মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার আরশু মিয়ার ছেলে রাসেল, ব্রাহ্মণগাঁও এলাকার মনির হোসেনের ছেলে রাজন মিয়া ও শাওন মিয়া। 

এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তলের গুলি, ১ টি শর্টগানের গুলি, ৪৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেনসিডিল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

তারা জানান, রাসেল, রাজন ও শাওনের কারণে মুড়াপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ের পরিবেশ বিরাজ করছিল। তারা নিয়মিত মাদক ব্যবসা চালাত এবং প্রতিপক্ষকে দমাতে অস্ত্র ব্যবহার করত। 

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর বিশেষ অভিযানে মুড়াপাড়া এলাকায় রাসেল রাজন ও শাওন নামে তিন জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।