
আগামী ২১ শে সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তরুণদলের প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিগঞ্জের গোদনাইল ধনকুন্ডাস্থ জাগরনী সংসদে এ প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা তরুণদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি আরিফ মীরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ,কে,এম সাইফুল আলম সরকার।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদ ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সাদ্দাম হোসেন, ঢাকা জেলা তরুণদলের সদস্য সচিব ফেরদৌস সিকদার, নারায়ণগঞ্জ মহানগর তরুণদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজু খাঁন, তারাব পৌরসভা তরুণদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ফতুল্লা থানা তরুণদলের আহ্বায়ক তরিকুল ইসলাম সিফাতসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্য এ,কে,এম সাইফুল আলম সরকার বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশ কে স্বাধীনে অগ্রভূমিকায় কাজ করেছে, বাংলাদেশ কে স্বাধীন করেছে, বাংলাদেশ কে স্বৈচার মুক্ত করেছে।
তিনি আরো বলেন, নতুন এবং পুরাতন চক্রন্তকারীরা আবার এক হয়েছে, আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের সকল নেতাকর্মী এই চক্রান্তকারীদের প্রতিহত করবে ইনশাআল্লাহ।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ।
প্রস্তুুতি মূলক সভা শেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।