নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

বক্তাবলীতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

বক্তাবলীতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মুলক আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, প্রশ্নত্তোর কুইজ প্রতিযোগীতায় ও পুরষ্কার বিতরন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রশিদ আহমেদ রশীদ'র সভাপতিত্বে বক্তাবলি ইউনিয়ন সংলগ্ন কানাই নগর বেকারীর মোড় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক, ইপসা, গ্রাম আদালত প্রকল্প ফিরোজা বেগম। 

সঞ্চালনায় ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর ফরিদা ইয়াছমিন। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় এটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনী, গ্রাম আদালত বিষয়ক প্রশ্নোত্তর, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বক্তাবলি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল সরকার, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সাবেক মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে গ্রাম আদালত সম্পর্কিত সচেতনতা বাড়ানোর পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ প্রকল্পের কার্যকারিতা তুলে ধরা হয়।
 

সম্পর্কিত বিষয়: