নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে প্রয়াত ইব্রাহিম মেম্বারের আত্বার মাগফেরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৪, ১২ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে প্রয়াত ইব্রাহিম মেম্বারের আত্বার মাগফেরাত কামনায় দোয়া

নারায়নগঞ্জ বন্দর উপজেলা  বিএনপির উদ্যেগে মদনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৮নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম মেম্বারের  আত্বার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১২সেপ্টেম্বর) শুক্রবার রাত ৭ ঘটিকার সময় মদনপুর একতা মার্কেট অবস্থিত আয়েশা আমজাদ এন্ড বেডিং শো-রুমে বন্দর উপজেলা ধামগড়, মদনপুর ও ২৬,২৭ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যেগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মিলাদ ও দোয়া  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও বন্দর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী এডভোকেট বিল্লাল হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ওয়াদুদ সাগর, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র  সহ-সভাপতি ডাক্তার মোঃ আবুল হোসেন বাবুল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক গাজী আমির হামজা, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ অহিদ ভূইয়া, মদনপুর ইউপি ৭,৮,৯ সংরক্ষিত মহিলা মেম্বার মাজেদা বেগম, মোঃ রুহুল আমিন প্রধান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক এস এম মোমেন মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াকুব আলী মুন্সি, নাসিক ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আমান উল্লাহ আমান, শাহজাহান মিয়া , মোঃ শহিদুল ইসলাম কাসেম,সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

সম্পর্কিত বিষয়: